Workshop on Innovation With Big Data – Analytics, IoT & Mobile

11 views

বিগ ডেটা অ্যানালাইটিকস, ইন্টারনেট অব থিংস (আইওটি) কী, এর ব্যবহার আমাদের জীবনযাত্রায় এবং ভবিষ্যতের তথ্য প্রযুক্তি প্রফেশনালদের ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে প্রভৃতি বিষয় বাস্তব কিছু উদাহরনের মাধ্যমে বিশদভাবে আলোচনা করবেন জনাব মোহাম্মদ এম জামান। অনুষ্ঠানের বিবরণ নিচে দেওয়া হলঃ শিরোনামঃ ওয়ার্কশপ অন ইনোভেশন উইথ বিগ ডেটা-অ্যানালাইটিকস, আইওটি এবং মোবাইল আয়োজনেঃ বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম সহযোগিতায়ঃ স্পেস অ্যাপ্স বাংলাদেশ স্পন্সরঃ ডেটা সফট, ইএমকে সেন্টার প্রধান বক্তাঃ মোহাম্মদ এম জামান, ডিরেক্টর, সল্যুশনস আর্কিটেকচার, ভার্চুস্ট্রীম, ইউএসএ তারিখঃ ১৮ই অক্টোবর, ২০১৬ সময়ঃ বিকাল ৩:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত স্থানঃ United International University