- February 7, 2021
- Posted by: bangladeshinnovationforum
- Category:
No Comments

কাওসার আহমেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় শখের বশে শুরু করেন প্রোগ্রামিং। সেই শখ থেকেই একসময় তিনি মেধা, প্রজ্ঞা ও পরিশ্রমের সম্মিলনে হয়ে ওঠেন বাংলাদেশের একজন খ্যাতিমান আইটি প্রফেশনাল। ২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন পৃথিবী বিখ্যাত জুমলা টেম্পলেট প্রোভাইডার কোম্পানি ‘জুমশেপার(JoomShaper)’। সেই সাথে আরেকটি উদাহরণ তৈরি করেন যে আইটি বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আইটি প্রফেশনাল এমনকি একজন সফল আইটি উদ্যোক্তা হওয়া যায়।
আইটি সেক্টরে ক্যারিয়ার গঠন এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বিভিন্ন চরাই-উৎরাই সম্পর্ক বিভন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন কাওসার আহমেদ।
আইটি সেক্টরে ক্যারিয়ার গঠন এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বিভিন্ন চরাই-উৎরাই সম্পর্ক বিভন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন কাওসার আহমেদ।